ঘর বা অন্য কোন স্থান থেকে বের হওয়ার দু’আ,
بسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ
উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আমি আল্লাহ তা’আলার নামে বের হলাম। আমি আল্লাহ তা’আলার উপর ভরসা করলাম। আল্লাহর তাওফীক ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয়। সুনানে আবু দাউদ, হাদীস: ৫০৯৫)
নৌকা বা জাহাজ ইত্যাদিতে ভ্রমণের দোয়া
بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ
উচ্চারণ: বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসা-হা, ইন্না রাব্বি লা গাফুরুর রহিম।
অর্থ : তোমরা এতে আরোহন কর। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ন, মেহেরবান।
(সুরা হুদ : ৪১)